Sunday, September 1, 2019

২০১৯ শে গণেশ চতুর্দশীতে পড়ছে শুভ যোগ।বহুবছর বাদে গণেশ চতুর্থীতে আসতে চলেছে সুসময়। আর এই শুভ যোগ ঘিরে একাধিক ভালো কার্য সিদ্ধ হতে পারে বলে দাবি শাস্ত্রজ্ঞদের। ২ রা সেপ্টেম্বর পড়ছে গণেশ চতুর্থী। তার আগে এই শুভ যোগ ঘিরে উঠে আসছে বেশ কিছু সময়ের হিসাব।

শাস্ত্রজ্ঞদের দাবি, বাড়িতে এই সময়ের মধ্যে গণেশ মূর্তি স্থাপন করলেও পাওয়া যেতে পারে সুফল। এই সময়ে সিংহ রাশিতে সূর্য, মঙ্গল, বুধ, আর শুক্র একসঙ্গে অবস্থান করবে। অন্যদিকে রবি যোগও শুরু হবে এই সময়ে যা যেকোবও শুভ কার্য শুরু করার ক্ষেত্রে ভালো। শাস্ত্রজ্ঞদের দাবি, ২ রা সেপ্টেম্বর সকাল ৮ টা থেকেই মূলত এই শুভ সময় শুরু হয়ে যাবে।

অন্যদিকে, যদি এই দিনে গৃহস্থে গণপতির মূর্তি প্রতিষ্ঠা করতে চান, তাহলে তার জন্যও রয়েছে আলাদা সময়। ২ রা সেপ্টেম্বর দুপুর ১১:৫৫ মিনিট থেকে ১২:৪৪ মিনিট পর্যন্ত সময়ের মধ্যে বাড়িতে গণেশ মূর্তি স্থাপন করতে পারেন। সিদ্ধিদাতা গণেশের পুজো করলে অভীষ্ট পূরণ হয় বলে শোনা যায়। গণেশকে তুষ্ট করতে তাঁর প্রিয় মোদক অর্পণ করে পুজো সম্পন্ন করলেই , তা নিরাময় করে বহু সমস্যার। আর সেই আরাধনার উপযুক্ত সময় আসন্ন গণেশ চতুর্থী।

No comments:

Post a Comment